শুধু কাজ নয়, প্রয়োজন বিনোদনও। এই ভাবনা থেকে “গল্প কমিউনিকেশন্স” সম্প্রতি এক টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গল্প কর্মীরা এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।
গত বুধবার ৬ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে চারটি গ্রুপ থেকে মোট বারো জন খেলোয়াড় অংশগ্রহন করে। প্রথম রাউন্ডে এক সেটের খেলা অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে গ্রুপ এ থেকে আরমান সাজ্জাদ চ্যাম্পিয়ন ও পল মণ্ডল রানারআপ, গ্রুপ বি থেকে চাম্পিয়ন তন্ময় ক্রুজ ও রানারআপ সাইদ ফরহাদ, গ্রুপ সি থেকে মিনহাজ সাকিব চ্যাম্পিয়ন ও রানার আপ রবিউস সানি, গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন অভি ও রানার আপ বায়েজিদ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্ণধারা বায়েজিদ আরেফিন বলেন,
“প্রতিটি মানুষই কাজের পাশাপাশি বিনোদন চায়। তাই কাজের পাশাপাশি সবাইকে একটু আনন্দ দিতেই এই আয়োজন।”
ভবিষ্যতে এমন আরও টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান তিনি। আগামী সোমবার এই টেবিল টেনিস টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনালে তিন সেটের খেলা হয়। প্রথম খেলায় জমজমাট লড়াইয়ে তন্ময় ক্রুজ ১১-৩, ১১-৭, ১১-৭ সেটে পল মণ্ডলকে হারিয়ে প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কোয়ার্টার ফাইনালের আরেকটি ম্যাচে দুই শক্ত প্রতিপক্ষ মিনহাজ সাকিব ও বায়েজিদ আরেফিন মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৮-১১, ২-০, ১১-৪ সেটে মিনহাজ সাকিব জয় লাভ করে। অন্য ম্যাচে সাইদ ফরহাদ তীব্র প্রতিদ্বন্ধীতামুলক ম্যাচে আরমান সাজ্জাদকে ১১-৩, ১১-৮, ১১-৯ সেটে হারিয়ে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে সেমিফাইনালে অংশগ্রহন করে। শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে রবিউস সানিকে অভি রয় ১১-৫, ১১-২, ১১-৪ সেটে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে অভি রয় রবিউস সানিকে ১১-৫, ১১-২, ১১-৪ সেটে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
সেমিফাইনালে পাঁচ সেটের খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার প্রথম ম্যাচে তন্ময় ক্রুজ ১১-৭, ৮-১১, (১০-১০) ২-০, ১১-২, ১১-৬ সেটে অভি রয়কে হারিয়ে ফাইনালে ওঠে। সেমিফাইনালের তীব্র প্রতিদ্বন্ধীতামুলক দ্বিতীয় ম্যাচে মিনহাজ সাকিব ১১-৮, ১১-৭, ১১-৭ সেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনালে পাঁচ সেটের খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার প্রথম ম্যাচে তন্ময় ক্রুজ ১১-৭, ৮-১১, (১০-১০) ২-০, ১১-২, ১১-৬ সেটে অভি রয়কে হারিয়ে ফাইনালে ওঠে। সেমিফাইনালের তীব্র প্রতিদ্বন্ধীতামুলক দ্বিতীয় ম্যাচে মিনহাজ সাকিব ১১-৮, ১১-৭, ১১-৭ সেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।